এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরকে শপথ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে বাবু মেলকার নামের এক ব্যক্তি বেহেরপাড়া এলাকায় চুরি করতে গেলে তাকে স্থানীয়রা হাতেনাতে আটক করেন।
তিনি ওই গ্রামের আব্দুল মেলকারের ছেলে। পরে জীবনে আর চুরি করবে না- এমন শপথ বাক্য পাঠ করিয়ে তাকে ছেড়ে দেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আলামিন জানান- উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চরাঞ্চলে চুরির ঘটনা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিনিয়ত গরু, ছাগল, মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। এতে জনগণের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
চর দিঘীরপাড়, শিলই চর, বেহেরপাড়া, চর বানিয়াল ও রাজাবাড়ি চরসহ আশপাশের গ্রামগুলোতে গত কয়েক মাসে একের পর এক চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির সঙ্গে বাবু মেলকার (২৮) নামের এক ব্যক্তি জড়িত। একাধিকবার তাকে চুরির সময় হাতে-নাতে ধরলেও রহস্যজনকভাবে কিছু সময়ের মধ্যেই আবার ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, চরাঞ্চল হওয়ায় ওখানে পুলিশ ঠিকমতো যেতে পারে না। তবে আমরা খুব শীঘ্রই সেখানে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করব এবং নিয়মিত টহল দেওয়ার উদ্যোগ নিচ্ছি।