শুক্রবার দুপুরে শিমুলিয়া ঘাটে পদ্মায় ট্রলার ও স্পিডবোট চালকদের নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি যাত্রীদের কোনো ধরনের হয়রানি না করতেও নৌযান চালকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নিরাপদে নদী পারপারের লক্ষ্যে যাত্রীদের পাশাপাশি চালকদের মাঝেও সচেতনতা জাগ্রত করতে হবে। তাই প্রশিক্ষণের বিকল্প নেই। নিয়মনীতি অনুসরণ করে নৌযান চালাতে হবে।
তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নদী পারাপার নির্বিঘ্ন করতে ঈদের দিন এবং আগের পরে চারদিন করে মোট ৯ দিন পদ্মায় বালুবাহী ট্রলার চলাচল বন্ধ থাকবে।
শাহজাহান খান বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। স্রোত কমে গেলেই এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। আসন্ন ঈদের আগেই এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে।
তিনি বলেন, শিমুলিয়া রুটে নাব্যতা সংকট দূর করতে এরই মধ্যে এখানে চায়না সিনোহাইড্রো কোম্পানির বড় ড্রেজার দিয়ে পলি অপসারণ কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব নৌরুটে নাব্যতা সংকট দূর করা হবে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলি, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা।
৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর