এ সময় ২৬ জন শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাকি ৩২ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
এ ঘটনা ঘটে জেলার লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে।
এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বালুবাহী বাল্কহেড দুটি মুন্সীগঞ্জের ভাগ্যকুল থেকে বালু নিয়ে নারায়াণগঞ্জের বক্তাবলি যাচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীতে তীব্র স্রোত থাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর