আজ সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগ “স্বাধীন গণমাধ্যমের জন্য চরম আঘাত” এ স্লোগানে সংগঠনের কার্যালয়ের সামনে জুবলী রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে ৯ সাংবাদিক ও ২ ক্যামেরাম্যানের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে মিথ্যা অভিযোগ দাখিল করা, স্থানীয় ৮টি পত্রিকার বাতিল আদেশ প্রত্যাহার ও সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, (গাজীটিভি/যায়যায়দিন), সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ (ইনকিলাব), সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম (সাপ্তাহিক বিক্রমপুর সংবাদ/ভোরের কাগজ) সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল (মানবজমিন/অবজারভার/মুন্সীগঞ্জ বার্তা), প্রেসক্লাবের তথ্য প্রচার ও কল্যান সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ), ক্রীড়া সম্পাদক শেখ মো. রতন (মাইটিভি/বাংলাদেশ সময়), এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, ৭১ টিভির জেলা প্রতিনিধি জসীমউদ্দীন দেওয়ান, আরটিভির জেলা প্রতিনিধি ফরিদুল হাসান, সিরাজদিখান প্রেসক্লাবের সহ-সভাপতি ও এশিয়াটিভির মাওয়া মহাসড়ক প্রতিনিধি কে এন ইসলাম বাবুল, আমার সংবাদের জেলা প্রতিনিধি আবু হানিফ রানা, দৈনিক রূপবানীর স্টাফ রির্পোটার কাজী আকরাম, ভোরের ডাকের জেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ, সাংবাদিক সামছুল হুদা হিটু, নবচেতনার হাসান জুয়েল, ফটো সাংবাদিক মো. জাফর মিয়া, সাইফুল ইসলাম কামাল, সুমিত সরকার সুমন, রাজীব হোসেন বাবু, আব্দুর রহমান, মো. শাহীন মিয়া, মো. মহসিন, রুবেল মিয়াসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ।
২৫ মে ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস