শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মধুপুর গ্রামে জামি'আ ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে খতমে বোখারি শরিফের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, দু’দলের কাছে দেশের মানুষ এখন জিম্মি। আমি যখন ক্ষমতায় ছিলাম শুধু রক্তপাত এড়াতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম।'
জামি'আ ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ বোখারি শরিফের অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
৮ মে,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/প্রতিনিধি/এমআর/এসএম