রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫১:২৪

সালিশে শ্বশুর-জামাইয়ের হামলায় ভাই-বোন নিহত

সালিশে শ্বশুর-জামাইয়ের হামলায় ভাই-বোন নিহত

ময়মনসিংহ : সালিশে শ্বশুর-জামাইয়ের হামলায় নিহত হয়েছেন ভাই-বোন।  রোববার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার গোবিন্দপুর বৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

মইল্যাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ গণমাধ্যমকে জানান, শনিবার গৌরিপুর উপজেলার বৈরাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে রাস্তিকের গরু নিয়ে বাড়ি ফেরার সময় প্রতিবেশি ফজলুর ক্ষেতের ধান খেয়ে ফেলে।  এ নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়।

তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে বাড়ির মুরব্বিরা গ্রাম সালিশের আয়োজন করেন।  রোববার সকাল ৯টার দিকে উভয় পক্ষের বিরোধ মীমাংসা করতে সালিশ বসে।  সালিশে বাকবিতণ্ডার একপর্যায়ে ফজলু ও তার শ্বশুর গেনু শেখ এবং আফতাবের নেতৃত্বে ১৫/১৬ জন দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ জানান, হামলাকারীরা সালিশের মধ্যেই আবু রাস্তিককে (৫০) এলোপাতাড়ি কোপাতে থাকে।  এসময় তাকে বাঁচাতে তার ছোট বোন রাজিয়া খাতুন (৪০) ছুটে এলে তাকে ও আরো কয়েকজনকে কুপিয়ে জখম করাহয়।  

হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয় বলে জানান তিনি।  

জানা গেছে, স্থানীয় লোকজন আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় রাজিয়া খাতুন (৫০) ও দুপুর আড়াইটায় তার বড় ভাই আবু রাস্তিক (৫০) মারা যান।  

গুরুতর জখম হয়েছেন রাস্তিকের ছেলে লিংকন, ভাগ্নে রায়হান ও ভাতিজা সিরাজুল।  তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।  

গৌরিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে