রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৩:৪৭:১২

‘এবার পদ্মা সেতুর ওপর জঙ্গি হামলার আশঙ্কা’

‘এবার পদ্মা সেতুর ওপর জঙ্গি হামলার আশঙ্কা’

মুন্সিগঞ্জ : রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর এবার পদ্মা সেতুর ওপর জঙ্গি হামলার আশঙ্কার কথা বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জঙ্গি হামলার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও শঙ্কিত নই।

রোববার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি পদ্মা সেতু সার্ভিস সেন্টারে সেনাবাহিনী আয়োজিত পদ্মা সেতু নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন।

সেতুমন্ত্রী বলেন, আমরা আঘাতপ্রাপ্ত তবে ভেঙে পড়িনি।  এসব পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, এ পর্যন্ত পদ্মা সেতুর ২০টি পাইলিংসহ ৩৬ শতাংশ কাজের অগ্রগতি সম্পন্ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল আবু সাঈদ, ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ও সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ।
১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে