শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০৮:২৭:৩২

‘জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের আর মাত্র ১৪ দিন’

‘জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের আর মাত্র ১৪ দিন’

নারায়ণগঞ্জ : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, প্রতিটি মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে দেশের ৫১৪টি থানা এবং উপজেলায় সার্ভার স্টেশন (সেবাকেন্দ্র) স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ২৪ ঘণ্টা নির্বাচন অফিস খোলা রেখে কার্যক্রম চালিয়ে যেতে হবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৫ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, কারো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে নতুন করে তোলা, স্থানান্তর বা সংশোধনের ক্ষেত্রে সরকারি ফি দিতে হবে। বেদে ও থার্ড জেন্ডারদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির সত্যায়িত নাগরিক সনদপত্র থাকতে হবে। তিনি বলেন, আঠার বছর পূর্ণ হয়েছে এবং আগামী জানুয়ারি মাসে ১৮ বছর পূর্ণ হবে বাংলাদেশের এমন সব নাগরিক জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড পাবে। নির্বাচন কমিশনার বলেন, একটি নির্ভুল নিখুঁত এবং সবার কাছে গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভা ও সিটি করপোরেশনের কাউন্সিলরদের দায়িত্ব হবে নিজ নিজ এলাকার মৃত ব্যক্তিদের তালিকা দিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। মো. জাবেদ আলী বলেন, স্মার্ট কার্ড পাওয়ার আগে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় আছে। স্মার্টকার্ড তৈরি করার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। প্রতিটি কার্ডে ৮০ টাকা খরচ হলেও কারো কাছ থেকে কোনো টাকা বা ফি নেয়া হবে না। জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, নির্বাচন বিভাগের কর্মকর্তা মিহির সারোয়ার, তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ শিরিন বেগম, মহিলা নেত্রী আঞ্জুমান আরা আকসির প্রমুখ। ১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে