নারায়ণগঞ্জ : নববধূর ঘটনাটি কি আসলে তাই, যিনি বিয়ের মাত্র পাঁচদিনের মাথায় সব নিয়ে চম্পট দিয়েছেন? এমনই অভিযোগ উঠেছে নববধূ শাহানাজের (২৭) বিরুদ্ধে। স্বামীর পাঁচ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার নাকি নিয়ে পালিয়ে গেছেন তিনি। শাহানাজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, রাজধানী ঢাকার বাড্ডা থানার বেরাইদ এলাকার হারুন অর রশিদের মেয়ে শাহানাজকে ভারোবেসে বিয়ে করেন তিনি। বিয়ের পর তাকে নিয়ে তার মালিকানাধী টঙ্গীর একটি বাড়িতে ওঠেন তিনি। তিনি জানান, বিয়ের মাত্র পাঁচদিন পর রোববার সকালে শাহানাজ তার ঘরে রক্ষিত পাঁচ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে। মূলত শাহানাজ প্রেমের অভিনয় করেই বিয়ে করেছিল বলে ব্যবসায়ী আনোয়ার ধারণা। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। তবে শাহানাজের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর