নারায়ণগঞ্জ থেকে : নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নামে-বেনামে নানা অ'নি'য়ম করেন উল্লেখ করে জনসম্মুখে তার মু'খো'শ উন্মো'চনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, ‘নি'রা'প'দ সড়ক চাই আন্দোলনের নামে ইলিয়াস কাঞ্চন অ'র্বা'চীনের মতো কথাবার্তা বলেন। দক্ষ চালক তৈরিতে তাদের কোনো ভূমিকা নেই। বরং নামে-বে'না'মে ইলিয়াস কাঞ্চন নানা অ'নি'য়'ম করেন। এগুলো জনসম্মুখে তুলে ধরা হবে, তার মু'খো'শ উ'ন্মো'চন করা হবে।’
রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১৩নং সেক্টর এলাকায় ‘সড়ক দু'র্ঘ'টনা রো'ধে চালকদের উন্নত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে কোর্সটি পরিচালনা করছে ড্রাইভার্স ট্রেনিং সেন্টার (ডিটিসি)।
শাজাহান খান বলেন, সড়ক নি'রা'পদ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবু সড়ক নি'রা'প'ত্তায় আইন পরিবর্তনের দরকার আছে। এটি হতে হবে বাস্তবমুখী, যা চালকদের জন্য স'হ'নীয় হবে। একটি পক্ষ একতরফা চালকদের শা'স্তির দাবি করে এর সঙ্গে জড়িত অন্য পক্ষগুলোকে আ'ড়া'ল করে চলেছে। মূলত সড়ক নি'রা'পত্তায় প্রয়োজন সড়ক সংস্কার, প্রকৌশল ত্রুটি দূরকরণ, পথচারী, যাত্রী, পুলিশসহ সবার সমন্বিত উদ্যোগ।