মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:৩৬:০৫

পবিত্র কাবা ছুঁয়ে শপথ করেছিলাম পতিতাপল্লী উচ্ছেদ করব : শামীম ওসমান

পবিত্র কাবা ছুঁয়ে শপথ করেছিলাম পতিতাপল্লী উচ্ছেদ করব : শামীম ওসমান

নারায়ণগঞ্জ থেকে : পবিত্র কাবা ছুঁয়ে শপথ করেছিলাম পতিতাপল্লী পুনর্বাসনের মাধ্যমে উচ্ছে'দ করব। আমাকে এক কোটি টাকার অফার দিয়েছিল, একদিনের জন্য নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাওয়ার জন্য। মে'রে ফেলারও হু'মকি ছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভা'বশালী নেতা শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, কিছু পত্রিকার মাধ্যমে আমাকে গ'ডফা'দার বানানোর চেষ্টা করা হয়েছে। আমার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রিত্ব দেয়ার কথা বলেছিলেন। আমি আমার শপথে স্থির ছিলাম এবং পুনর্বাসনের মাধ্যমে নারায়ণগঞ্জের কল'ঙ্ক পতিতাপল্লী উ'চ্ছেদ করেছিলাম।

শামীম ওসমান বলেন, আমাকে বো'মা হা'মলায় মে'রে ফেলার চেষ্টা করা হল। আমার আশপাশে সব শেষ, কেউ নেই, যেখানে দাঁড়িয়েছিলাম তার ডাইনে বাঁয়ে সব উড়ে গেছে। আমি রক্তের ওপর শুয়েছিলাম। পুরো ছাদ আমার বুকের ওপর পড়েছিল। আমার মনে হল আমি ম'রে গেছি। কিন্তু ডানদিকের বুকে হাত দিয়ে আল্লাহর কালাম একটি তাবিজ দেখতে পেলাম। আমি বেঁচে গেলাম।

তিনি বলেন, আমি মাটির তলটারে বড় ভয় পাই। দুনিয়ার বাহাদুরি কয়দিনের। এই মুহূর্তে মা'রা গেলে কেউ আমার নাম ধরে ডাকবে না। বলবে লাশ। পরকালে ভালো রেজাল্ট করে পাস করতে আল্লাহর সৃষ্টির সেবা এবং তাকে ডাকছি। একবার নয় একশ'বার বলব রাসূলের শানে বেয়াদবি করলে কল্লা ফালাইয়া দিমু।

সোমবার রাতে বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে বন্দর থানা উলামা পরিষদ আয়োজিত মহাইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শামীম ওসমান বলেন, কাদিয়ানীরা অমুসলিম কিনা? কি কি কারণে কোন্ যুক্তিতে অমুসলিম। আমি প্রয়োজনের এ ব্যাপারে সংসদে কথা বলব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে