রবিবার, ০৭ জুন, ২০২০, ০৪:০২:১১

ব্যাংক ডা'কাতির প্রস্তুতিকালে না’গঞ্জে অ'স্ত্রশ'স্ত্রসহ ৬ দুর্ধ'র্ষ ডাকাত আট'ক

 ব্যাংক ডা'কাতির প্রস্তুতিকালে না’গঞ্জে অ'স্ত্রশ'স্ত্রসহ ৬  দুর্ধ'র্ষ ডাকাত আট'ক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ব্যাংক ডা'কাতির প্রস্তুতিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়া এবিসি স্কুলের সামনে থেকে আ'গ্নেয়া'স্ত্র ও দেশীয় অ'স্ত্রসহ ৬ দুর্ধ'র্ষ ডাকাতকে আ'টক করেছে র‍্যাব-১১। এসময় তাদের নিকট থেকে ১টা পি'স্তল, ৩টা রামদা, ২টা ধারালো বড় ছুরিসহ ডাকাতি কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উ'দ্ধার করা হয়েছে। এছাড়া একটি মাইক্রোবাসও জ'ব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো- ওমর ফারুক (২৮), সবুজ (২০), ইমরান (৩১), সালাউদ্দিন (৩০), সায়মন (২৮), শিব্বির আহমেদ (২৯)। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও সোনারগাঁও এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একদল ডাকাত দিন-দুপুরে নারায়ণগঞ্জ শহরে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। ডাকাত দল তাদের মিশন সফল করার জন্য নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করার পথে লিংক রোডের চাষাড়া এলাকায় তাদের আট'ক করা হয়। এসময় তাদের নিকট থেকে পিস্তল, দেশীয় অ'স্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উ'দ্ধার করা হয়। এসময় জ'ব্দ করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস।

র‍্যাব জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাংক ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমনটা স্বী'কার করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে