বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ১১:৪৭:১১

শামীম ওসমানের কঠোর আল্টিমেটামে করোনা রোগী ভর্তিতে রাজি হল হাসপাতাল

শামীম ওসমানের কঠোর আল্টিমেটামে করোনা রোগী ভর্তিতে রাজি হল হাসপাতাল

নারায়ণগঞ্জ থেকে : আওয়ামী লীগের প্রভা'বশালী সংসদ সদস্য শামীম ওসমানের হুঁ'শিয়ারি উচ্চা'রণের এক দিনের মাথায় সিদ্ধান্ত থেকে সরে আসছে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতাল। বেসরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, করোনা রোগী ভর্তি নিতে।

জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫০টি বেড রয়েছে। এছাড়াও রয়েছে ১০টা বেড নিয়ে আইসিইউ ইউনিট। হাসপাতালটির বি'রু'দ্ধে নানা অভিযো'গ বরাবরই। তবে করোনা কালে সবচেয়ে মা'রা'ত্মক অভিযো'গ, এ হাসপাতালে আক্রা'ন্ত তো নয়ই, কোন রকম উপসর্গ থাকলেই রোগী ভর্তি নেয়া হয় না। সম্প্রতি এক যুবক হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসার পর করোনা উপ'সর্গ থাকায় ভর্তি নেয়নি। পরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। মৃত্যুর পর পরীক্ষার রিপোর্টে ওই যুবকের করোনা ধ'রা পরেনি।

নিজ জেলার চিকিৎসা ব্যবস্থার কথা বলতে গিয়ে মঙ্গলবার শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, সরকারী নির্দে'শনা রয়েছে বেসরকারী প্রতিটা হাসপাতালকে করোনা আক্রা'ন্ত রোগী ভর্তি করতে হবে। অথচ, এখন পর্যন্ত প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতাল রোগী ভর্তি করছে না? প্রশাসন, দায়িত্বশীল কর্মকর্তা যাদের উপর নির্দে'শনা আছে, তারা কেন ক'ঠো'র ব্যবস্থা গ্রহণ করছে না। সে ব্যাপারে আমি যথেষ্ট স'ন্দি'হান। 

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি তারা করোনা রোগী ভর্তির ব্যপারে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে আমি নিজেই ওই হাসপাতালে যাবো এবং প্রয়োজন হলে ওই হাসপাতালের বি'রু'দ্ধে যা যা ব্যবস্থা নেয়ার দরকার আমি ব্যবস্থা নিবো। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আমরা করোনা ভাইরাসের চিকিৎসা দিতে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালকে চিঠি দিয়েছি। কর্তৃপক্ষ মৌখিক ভাবে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে করোনা রোগী ভর্তি নিবে।

অপরদিকে, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একেএম রায়হান বলেন, সংসদ সদস্য যে ক্ষো'ভ প্রকাশ করেছেন তা সঠিক। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক দফা মিটিং করেছি। আমরা বর্তমানে স্বাস্থ্যকর্মী স'ঙ্ক'টে রয়েছি। আমরা ইতোমধ্যে করোনা আ'ক্রা'ন্তদের জন্য আইশোলেসন ইউনিট প্রস্তুত করেছি। শনিবার আমরা (হাসপাতাল কর্তৃপক্ষ) একটা মিটিং করবো। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যেই করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে পারবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে