নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় হোটেলে কুকুরের মাংস সর'বরাহের অভি'যোগে দুই যুবককে মা'রধ'র করেছে স্থানীয়রা। একই সঙ্গে বিষয়টি নিয়ে তু'ল'কা'লাম কা'ণ্ড ঘ'টে'ছে। এ নিয়ে দেখা দেয় চ'র'ম উ'ত্তে'জ'না।তবে পুলিশ বলছে, হোটেলে সরব'রাহকৃ'ত মাংসগুলো কুকুরের নয় মহিষের। ভারত থেকে এসব মাংস আমদানি করে হোটেলগুলোতে সর'বরাহ করে আ'সছিল তারা।
শনিবার (২৯ আগস্ট) রাত ১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার পা'গলা বাজার এলাকা থেকে মাংসসহ দুই যুবককে আ'ট'ক করা হয়। এ সময় দুই যুবকের কাছ থেকে ৫০ কেজি মাংস উ'দ্ধা'র করা হয়। রাতে ফতুল্লার পা'গলা বাজারের বিভিন্ন হোটেলে মাংস সর'বরাহ করতে গেলে স্থানীয় জনতা কুকুরের মাংস স'ন্দে'হে দুই যুবককে ধ'রে গ'ণপি'টু'নি দেন। এ সময় ব'স্তা'য় থাকা মাংসগুলো দুই যুবকের মাথায় তু'লে দিয়ে ফেসবুকে লা'ই'ভ করা হয়। মাংসভ'র্তি ব'স্তা নদীতে ফে'লে দেয়ার ঘ'ট'না ফেসবুকে ভাই'রাল হলে উ'ত্তে'জ'নার সৃষ্টি হয়।
এলাকাবাসী জানায়, ফতুল্লার পা'গলা বাজার এলাকার খাবার হোটেলগুলোতে গরুর মাংসের পরিবর্তে দীর্ঘদিন কুকুরের মাংস রান্না করে খাও'য়ানো হয়। একই সঙ্গে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি করা হয়। হোটেলের মালিকরা পা'গলা বাজার ও ফতুল্লা থেকে এসব মাংস কেনেন। এ নিয়ে পা'গলা বাজার ব্যবসায়ী সমিতিসহ স্থানীয় লোকদের স'ন্দে'হ হয়। শনিবার রাতে দুই যুবক ব'স্তা'য় করে ৫০ কেজি মাংস নিয়ে আসলে তাদের আ'ট'ক করা হয়। এতো রাতে মাংস আ'না হলো কেন তাদের জিজ্ঞে'স করলে উত্তর দিতে না পারায় স'ন্দে'হ হয়। পরে তাদের আ'ট'ক করে মা'রধ'র করে পুলিশে দেয়া হয়। সেই সঙ্গে মাংসগুলো ফে'লে দেয়া হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পা'গলা বাজারে কুকুরের মাংস বিক্রি স'ন্দে'হে দুই যুবককে আ'ট'ক করলে উ'ত্তে'জ'না দেখা দেয়। সংবাদ পেয়ে ঘ'ট'নাস্থ'লে গিয়ে প'রিস্থি'তি শা'ন্ত করতে মাংস সরব'রাহকারী দুই যুবককে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞা'সাবাদে তারা জানায় তাদের মালিক ভারত থেকে এসব মাংস আমদানি করেছেন। মাংসগুলো বিভিন্ন হোটেলে সর'বরাহ করা হয়। একটি মুসলিম দেশের হোটেলগুলোতে কুকুরের মাংস কেন সর'বরাহ করবে- এমনটি জানায় দুই যুবক। মূলত ভারত থেকে মহিষের মাংস আমদানি করে হোটেলগুলোতে সরবরাহ করছিল তারা। মালিকের কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের ছে'ড়ে দেয়া হয়।
তিনি আরও বলেন, ঘ'ট'নাটি যেহেতু স্প'র্শ'কা'তর তাই পশু বিভাগের কর্মকর্তা কামরুজ্জামানকে জানানো হয়েছে। তিনি সোমবার মাংসগুলো যা'চা'ই করবেন। তবে মহিষের মাংসের পরিবর্তে যদি কুকুরের মাং'স হয় হবে কেউ পা'র পা'বে না।জাগো নিউজ