নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জে মসজিদে বি'স্ফো'রণের ঘ'টনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বা'র্ন ও প্লা'স্টিক সা'র্জারি ইনস্টিটিউটে চি'কিৎসা'ধীন অবস্থায় তাদের মৃ'ত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে প্রথম মৃ'ত্যু হয় জুয়েল নামে এক শিশুর। এরপর রাতে ও আজ সকালে বাকিদের মৃ'ত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ই'নচা'র্জ পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া এ ত'থ্য নি'শ্চিত করেছেন। নিহ'তরা হলেন- ইব্রাহীম (৪৩), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), হুমায়ূন কবির (৭০), দেলোয়ার হোসেন মোয়াজ্জেম (৪৮), জুনাইদ (১৭), জামাল (৪০), জুয়েল (১০), রাশেদ (৩০), মাইন উদ্দিন (১২) ও জয়নাল আবেদিন (৪০)।
বাচ্চু মিয়া আরো জানান, চিকিৎসাধীন ২৫ জনের অবস্থাও আশ'ঙ্কাজনক। উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বি'স্ফো'রণের ঘ'টনা ঘ'টে। বি'স্ফো'রণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘ'টনাস্থ'লে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আ'গুন নিয়'ন্ত্রণে আনে।