নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে মসজিদে বি'স্ফো'রণের ঘ'ট'নায় দ'গ্ধ যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে শিশু-মুয়াজ্জিনসহ ১৬ জন মা'রা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটি সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অব'স্থায় জুয়েল নামে ৭ বছরের এক শিশু ও শনিবার সকালে মৃ'ত ব্যক্তিরাসহ এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃ'ত্যু হলো।
নিহ'ত ব্যক্তিদের লা'শ নেয়া হচ্ছে নারায়ণগঞ্জের সবুজবাগ মাঠে। সেখান থেকে স্বজনদের কাছে লা'শ বুঝিয়ে দিবে জেলা প্রশাসন। স্বজনরা চাইলে তাদের সবার একসাথে জানাজা দেয়া হবে বলেও জানা তিনি।
একসাথে ছয়টি এসি বি'স্ফো'রণের ঘ'ট'নায় নিহ'ত ১১ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সাব্বির, জামাল, দেওয়ান, জুয়েল, যুবায়ের, হুমায়ুন কবির, মোস্তফা কামাল, ইব্রাহিম, রিফাত, জুনায়েদ ও কুদ্দুস বেপারী। এ ঘ'ট'নায় এখনও যারা চিকিৎসাধীন আছেন তাদের প্রত্যেকের শ্বাসনালী পু'ড়ে যাওয়ায় প্রায় সবার অবস্থাই আশ'ঙ্কা'জন'ক বলে জানান ডা. সামন্ত লাল সেন। এদিকে হ'তাহ'তের ঘ'ট'নায় দু:'খ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ'গ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন।