রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩২:৫১

সেই মসজিদের ৬টি এসির একটিও বি'স্ফো'রিত হয়নি

সেই মসজিদের ৬টি এসির একটিও বি'স্ফো'রিত হয়নি

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদের ৬টি এসির একটিও বি'স্ফো'রিত হয়নি বলে জানিয়েছেন বি'স্ফোর'ণের ঘ'ট'নায় গঠিত ফায়ার সার্ভিসের তদ'ন্ত কমিটির প্রধান ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

তিনি বলেন, মসজিদের ৬টি শীতাতপ যন্ত্রের (এসির) একটিও বি'স্ফো'রিত হয়নি। এ থেকে ধা'রণা করা যায়, গ্যাস লাইনের লি'কেজ থেকে মসজিদে বি'স্ফো'রণ হয়েছে। বি'স্ফো'রণের ফলে সৃষ্ট আ'গুনে মসজিদের ভেতরের এসি পু'ড়ে গেছে, এগুলো কিন্তু বি'স্ফো'রিত হয়নি। এসির বাইরের বক্সও অক্ষ'ত আছে।

রোববার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বি'স্ফোর'ণের ঘ'ট'না ঘ'টে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে