সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৩:০৩

মসজিদে বি'স্ফো'রণ : তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা বরখা'স্ত

মসজিদে বি'স্ফো'রণ : তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা বরখা'স্ত

নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের মসজিদে বি'স্ফো'রণের ঘ'টনায় তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে ব'রখা'স্ত করা হয়েছে। সং'শ্লি'ষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অ'বহে'লার কারণে মসজিদে বি'স্ফো'রণজ'নিত দু'র্ঘ'টনা সংগঠিত হওয়ার অ'ভিযো'গে এই ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক ব'রখা'স্ত করা হয়েছে বলে জানা গেছে। সোমবার তাদের ব'রখা'স্তের সঙ্গে সঙ্গে কারণ দর্শা'নোর নোটিশও দেয়া হয়।

এদিকে, মসজিদে বি'স্ফো'রণের ঘ'টনায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃ'ত ব্যক্তির নাম ইমরান (৩০)। তাকে নিয়ে মৃ'তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। সোমবার দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়েছে। ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বিষয়টি নি'শ্চিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে