সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০:৫৫

মসজিদে ভ'য়াব'হ বি'স্ফো'রণ; চারটি স্থানে খো'ড়াখু'ড়ি করার পর যা দেখে অবাক তিতাস কতৃপক্ষ

মসজিদে ভ'য়াব'হ বি'স্ফো'রণ; চারটি স্থানে খো'ড়াখু'ড়ি করার পর যা দেখে অবাক তিতাস কতৃপক্ষ

নারায়ণগঞ্জে মসজিদে ভ'য়াব'হ বি'স্ফো'রণের ঘ'টনা'য় গ্যাস লাইনের লি'কেজ খুঁ'জতে মাটি খো'ড়াখু'ড়ি করতে গিয়ে মসজিদের উত্তর পাশের পাইপে দুটি লিকেজ পাওয়া গেছে, যা দেখে অবাক তারা। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে মসজিদের সম্মুখে, উত্তর ও পূর্ব পাশে চারটি স্থানে খো'ড়াখু'ড়ি শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বেলা সোয়া ৩টায় খো'ড়াখু'ড়ির একপর্যায়ে মসজিদের উত্তর পাশে খো'ড়াখু'ড়িতে কর্মরত শ্রমিকরা মাটির তিন স্তরের নিচে ৪ ফুট গভীরে পৌনে ১ ইঞ্চি ব্যাসের পাইপে দুটি সংযোগ লাইনে দুটি পাইপের দুটি লিকেজের অস্তিত্ব খুঁ'জে পান। দুইটি পাইপের ছি'দ্রগুলো আকারে বড়। শ্রমিকরা বলছেন এটি দিয়ে অনেক প্রে'সারে গ্যাস বের হয়।

তবে এ লিকেজ বিষয়ে এখনও কোন মন্তব্য করতে রাজি হননি ঘ'ট'নাস্থলে উপ'স্থিত থাকা তিতাসের স্থানীয় অফিসের ডিজিএম মফিজুল ইসলাম। তিনি বলছেন, খোঁ'ড়াখুঁ'ড়ি শেষ হোক। তারপর বিস্তা'রিত বলা যাবে। তিতাসের রেডিও ডিরেক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে গ্যাস পাইপ লি'কেজ রয়েছে কিনা তা পরীক্ষার জন্য শ্রমিকরা সকাল ৭টা থেকে কাজ শুরু করেন। লি'কেজ ধ'রা পড়া অংশটি মসজিদের উত্তর পাশের মসজিদ ঘেষা রাস্তার অংশ।

লিকেজ দুইটি পাবার পর তিতাস কর্তৃপক্ষ একে অপরকে বলেন, তিতাসের নক্সা অবস্থানের সঙ্গে এ লাইন দুইটি মিলছে না। এটি পৌনে ১ ইঞ্চি ব্যাসের শাখা লাইন। এরপর তারা মূল সংযো'গ লাইন খোঁ'জা শুরু করেন। কিন্তু গতকাল সোমবার এ রি'পোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মুল সং'যোগ লাইন তারা খুঁ'জে পাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে