সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১১:২১

'নারায়ণগঞ্জের মসজিদে বি'স্ফো'রণের মূল কারণ তিনটি'

'নারায়ণগঞ্জের মসজিদে বি'স্ফো'রণের মূল কারণ তিনটি'

নারায়ণগঞ্জ থেকে : লি'কে'জ হওয়া মি'থে'ন গ্যাস, আব'দ্ধ (এয়ার টাইট) কামরা আর বৈদ্যুতিক লাইনের চে'ঞ্জ ওভার- এ তিনটি বিষয়কেই নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভ'য়াব'হ সেই বি'স্ফো'রণের নে'প'থ্য কারণ বলে উপ'নীত হয়েছে ঘ'টনার পর গঠিত তদ'ন্ত কমিটিগুলো।

তিতাস, ফায়ার সার্ভিস, ডিপিডিসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত চারটি তদ'ন্ত কমিটির নি'র্ভ'রযোগ্য সূত্র থেকে বিষয়টি নি'শ্চি'ত হওয়া গেছে। মূলত এই তিনটি মূল কারণ ব্যতীত আ'গুনের অন্য কোনো সূ'ত্র বা কারণ আপাতত তদ'ন্ত কমিটিগুলোর সামনে উঠে আসেনি।

তবে একাধিক সূ'ত্র জানিয়েছে, ঘ'টনার সঙ্গে মসজিদ কমিটি, ডিপিডিসি ও তিতাস কর্তৃপক্ষের উ'দা'সী'নতা ও গা'ফিল'তির বিষয়টিও এড়িয়ে যাচ্ছে না কমিটির রিপো'র্ট থেকে। কমিটির সূ'ত্রগুলো বলছে, না'শ'কতার যেই আ'শ'ঙ্কা বা স'ন্দে'হের সৃষ্টি হয়েছিল তদ'ন্তে সেই স'মীক'রণের কোনো মিল এখনও পাওয়া যাচ্ছে না।

ডিপিডিসির গঠিত তদ'ন্ত কমিটি গত রোববার তাদের তদ'ন্ত রিপোর্ট জমা দিয়েছে বলে নি'শ্চি'ত করেছেন তদ'ন্ত কমিটির সদস্য ও নির্বাহী প্রকৌ'শলী (পশ্চিম) আনিসুর রহমান। তিনি জানিয়েছেন, আ'গু'নের মূল কারণ হিসেবে তিতাসের লিকেজ হওয়া গ্যাসকেই প্রতিবে'দনে তু'লে ধ'রা হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েই গঠিত বাকি তদ'ন্ত কমিটিগুলো তাদের রিপোর্ট স্ব স্ব দফতরে জমা দিতে যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে