ফতুল্লা (নারায়ণগঞ্জ): ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্যপ্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ক'টূক্তির অভি'যোগে গ্রে'ফতার মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দা'বিতে বি'ক্ষোভ করেছেন সুন্নতে ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় সুন্নতে ওয়াল জামায়াতের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়ে ১টা পর্যন্ত কোর্টের সামনে লিংক রোডে এ বি'ক্ষোভ করেন।
এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরো'ধের পর জোহর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। সড়কে বি'ক্ষোভের কারণে লিংক রোডে চাষাঢ়া থেকে জালকুড়ি পর্যন্ত দীর্ঘ যানজ'ট সৃষ্টি হয়।
বি'ক্ষোভকারীরা মুফতি আলাউদ্দিন জিহাদীর নিঃশ'র্ত মু'ক্তির দা'বি জানিয়ে বলেন, আলাউদ্দিন জিহাদীর ফেসবুক আইডি গত কয়েক দিন আগে হ্যা'ক হয়েছিল। হ্যা'ক হওয়ার পর তার ফেসবুক পেজ থেকে হ্যাকাররা আল্লামা শফীকে নিয়ে কু'রুচিপূর্ণ কিছু কথা পোস্ট করে। তিনি তার আইডিটি উ'দ্ধার করার পর হ্যা'কারদের পো'স্টগুলো ডি'লিট করে দিয়েছিলেন। একই সঙ্গে ফেসবুক আইডি হ্যা'ক হওয়ার বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও দা'য়ের করেছিলেন। কিন্তু পুলিশ সে ঘ'টনার তদ'ন্ত না করে আলাউদ্দিন জিহাদীকে গ্রে'ফতার করেছে।
বক্তারা বলেন, জোহর নামাজ পড়ার সময় হয়েছে, এজন্য আজকের মতো বি'ক্ষোভ ও অব'রোধ প্র'ত্যাহার করা হয়েছে। আলাউদ্দিন জিহাদীকে যদি ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি না দেয়া হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরো'ধ করে আমরা বড় ধরনের আ'ন্দোলনে যাব। তার মু'ক্তির প্রয়োজনে দরকার পড়লে আমরা রাজপথে র'ক্ত ঢেলে দেব।