 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটি নিউজ ডেস্ক : অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট কেন্দ্র ১৯২টি। আদর্শ স্কুল কেন্দ্রে বিকেল সাড়ে ৩টায় সেখানে ভোট দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সেই কেন্দ্রে নৌকার পরাজয় হয়েছে। কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৬২, হাতি পেয়েছে ৬৮০ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পুরো সিটির নির্বাচনই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই নাসিক নির্বাচন শেষ হয়। তবে কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।