শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ১০:২৬:০৬

ইউপি নির্বাচন : বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ চেয়ারম্যান

ইউপি নির্বাচন : বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ চেয়ারম্যান

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদরের ৬টি ও রূপগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। যদিও এরমধ্যে ৪টি ইউপিতে সরকারি দলের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তবে সেখানে সাধারণ আসন ও সংরক্ষিত আসনে ভোটগ্রহণ চলছে।
 
আজ সকাল ৮টায় নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১৯৪টি কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন শুরু হয়। এখানে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করছে ৫শ প্রার্থী। প্রায় ৫ লাখ ভোটার রয়েছে মোট ১১টি ইউনিয়নে।

জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি আগে থেকেই নেয়া হয়েছে। নির্বাচনে ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৭১৬ জন আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত আছে। বিজিবির ১৪০ সদস্যের ১১টি টিম ও র‌্যাব-১১ এর ৭টি টিম স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করছে। এছাড়া পুলিশের বিশেষ টিম ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা নিরাপত্তায় থাকছে। ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ চেয়ারম্যান প্রার্থী হলেন, সদর উপজেলার কাশিপুরে থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, বক্তাবলীতে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও আলীরটেকে মতিউর রহমান মতি এবং রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় রফিকুল ইসলাম মিয়া।

এরমধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে শুধুমাত্র এনায়েতনগর ইউপিতে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মাহামুদুল হক আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের  নৌকা প্রতীকে আসাদুজ্জামান আসাদ, বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট এস এম মাহমুদুল হক আলমগীর, স্বতস্ত্র প্রার্থী অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল, ইসলামী আন্দোলনের আবদুস সালাম ও জাতীয় পার্টির কামরুল ইসলাম তুহিন।

কাশিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এম সাইফুল্লাহ বাদল।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের বিএনপির প্রার্থী ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর। তিনি মনোনয়ন পত্রই জমা দেননি। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এম শওকত আলী।

কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আলী আকবর। তিনিও মনোনয়ন পত্র জমা দেননি। এখানে বিএনপি নেতা মনিরুল আলম সেন্টু স্বতন্ত্র ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শিকদার গোলাম রসূলসহ বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির থেকে মনোনীত আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনও মনোনয়নপত্র জমা দেননি। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমান মতি নির্বাচিত হয়েছেন।

মনোনয়ন পত্র জমা দেন গোগনগর ইউনিয়ন পরিষদের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম সর্দার। তিনি গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে তিনি আপিল না করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে