নেত্রকোনা : প্রায় ১৪ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে বাবুল মিয়া (৫৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনা সদর উপজেলার বড়গর্দি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়া ২০০২ সালের ১১ জানুয়ারি রাতে একই উপজেলার এক গৃহবধূকে (৩৫) অপহরণের পর (প্রকাশের অযোগ্য) করেন। ঘটনার পর দিন ওই গৃহবধূ বাদী হয়ে চারজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ওই বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ২০১৫ সালে বাবুল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু তাহের দেওয়ান জানান, প্রায় ১৪ বছর পলাতক থাকার পর গত সোমবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর থেকে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম