নেত্রকোনা: ভারি বর্ষণ আর পাহাড় থেকে নেমে আসা ঢলে বিপদসীমার ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে নেত্রকোনা দুর্গাপুর সোমেশ্বরী নদীর পানি প্রবাহিত হচ্ছে।
এছাড়া শনিবার পূর্বধলার জারিয়া এলাকার কংস নদে ১৩৫ ও কলমাকান্দার উব্দাখালি নদীতে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বইছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, শনিবারের বৃষ্টিতে সোমেশ্বরী নদীতে ১১০, কংসে ৩০ ও উব্দাখালিতে ১০ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এ বৃদ্ধি দুপুরের বৃষ্টি পর্যন্ত। বিকেল থেকে আবারো মুষলধারা বৃষ্টি শুরু হয়।
এদিকে টানা বর্ষণে নদীগুলোর আশপাশের এলাকা রাতেই প্লাবিত হবে বলে ধারণা স্থানীয়দের।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস