শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮, ০৬:৫৩:১০

‘উস্তাদ ব্রেক, সামনে ধান ক্ষেত’

‘উস্তাদ ব্রেক, সামনে ধান ক্ষেত’

নেত্রকোণা থেকে :  নেত্রকোণার দুর্গাপুরে সামান্য বৃষ্টিতেই পৌর শহরের বিভিন্ন সড়কে কাঁদা জমে যাওয়ার কারণে যানবাহন চলাচলসহ শহরে হাঁটাই কষ্টকর হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার উৎরাইল বাজার, কাঁচারি রোডসহ সব রাস্তাগুলোতেই যেন কাঁদা আর কাঁদা। শুক্রবার দুপুরে অল্প বৃষ্টি নামতেই কাঁচারি রোড দিয়ে বালু ভর্তি ট্রাক যাওয়ার সময় ‘ট্রাকের হেলপার জোরে বলে ওঠেন উস্তাদ ব্রেক, সমস্যা কি? সামনে ধান ক্ষেত, কস কি?

আরে উস্তাদ রাস্তার যেই অবস্থা তার মধ্যে আবার বৃষ্টি হইতেই দোকানদাররা সুযোগ পাইয়া ধান লাগাইতে শুরু করতাছে, আরে হাচাই দেখি ধান লাগাইবার লাগছে, অহন গাড়ি লইয়া জামু কুনহান দিয়া, এহানকার এমপি, মন্ত্রীরা করে কি? ওরা কি দেহে না? রাস্তাগুলার এই রকম অবস্থা হইয়া গেছে’ এভাবেই বলতে বলতে গাড়ি থামিয়ে বসে থাকতে দেখা গেছে ট্রাক ড্রাইভারদের।

গত বছরের ২৫ অক্টোবর ৩১৬ কোটি টাকা ব্যয়ে ৩৬ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণা ১-আসনের এমপি ছবি বিশ্বাস। কাজের ওয়ার্ক অর্ডার জনসম্মুখে টানানোর কথা থাকলেও এখন পর্যন্ত স্থাপন করা হয়নি কোনো বিল বোর্ড। ইতোমধ্যে ১টি পর্যবেক্ষক দল সরজমিনে সড়কটি পরিদর্শনে গিয়ে দেখতে পান অনেক অনিয়মের দৃশ্য।

তারা বলেন, কোথাও কোথাও এক ফুট, কোথাও ৩ ফুট গর্ত করা হয়েছে। নিম্নমানের পাথর, পুরাতন ইটের শুরকি ও কাঁদা মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছে রাস্তার কাজে। প্রায় ৪০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টিতে সড়ক থেকে মহাসড়কে উন্নীত করা হয় দুর্গাপুর-শ্যামগঞ্জের এই সড়ক। দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলার প্রায় ১২ লাখ মানুষের দাবি মহাসড়কটি টেকসই মানের কাজ করতে হবে।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান জানান, আমি এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। রাস্তার কাজের ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলমের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। কাজের মান নিয়ে অনেকেই আমাকে বলেছে, পুনরায় সরেজমিনে তদন্ত করে অচিরেই এর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে