মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ০১:৩৩:১৬

নেত্রকোনায় যেভাবে প্রাণে বেঁচে গেলেন ছেলেধরা সন্দেহে আটক পাগলি রুপালী!

নেত্রকোনায় যেভাবে প্রাণে বেঁচে গেলেন ছেলেধরা সন্দেহে আটক পাগলি রুপালী!

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে ছেলেধ'রা সন্দেহে মানসিক প্রতিবন্ধী এক নারীকে (পাগলি) স্থানীয়দের গণপি'টুনি থেকে রক্ষা করছেন ইউপি চেয়ারম্যান ও দুর্গাপুর থানা পুলিশ।সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নে আত্রাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মীর মাহবুবুর রহমান বলেন, সকাল প্রায় ৯টার দিকে ছেলে'ধরা আটক করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন রুপালী (২৯) নামের ওই তরুণীকে জনরোষের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাকে গণপি'টুনি দিতে শুরু করলেও আহত অবস্থায় পুলিশি বাধার মুখে তা ব্যর্থ হয়।

তিনি বলেন, আহত ওই নারী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে এসেছে বলে জানা গেছে।

এলাকায় অপরিচিত কাউকে কোনো প্রকার সন্দেহ হলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ পুলিশকে খবর দেয়ার আহ্বান জানান ওসি।

একইসঙ্গে মাথা কাটা বা ছেলে'ধরা বিষয় একটা গুজব মাত্র। কোনো প্রকার গু'জবে কান না দিতে সবাইকে অনুরোধ জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে