নেত্রকোনা : নেত্রকোনায় আদালত প্রাঙ্গণে বন্ধুর ছু'রিকাঘা'তে বন্ধু আহ'ত হয়েছেন। রোববার দুপুরে নেত্রকোনা জজ কোর্ট চত্বরে ছু'রিকাঘা'তের এ ঘ'টনা ঘ'টে। গু'রুত'র আহ'ত আজাহারুল ইসলামকে (২৫) প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
আহ'ত আজাহারুল ইসলাম পূর্বধলা উপজেলার ভুগী গ্রামের বাসিন্দা। তিনি জমি-সং'ক্রা'ন্ত মামলায় হা'জিরা দিতে দুপুরে আদালতে এসেছিলেন। আজাহারুলের বন্ধু রবিউল আলম বিজয় (২৩) নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। ছু'রিকাঘা'তের ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণ থেকে রবিউলকে র'ক্তমা'খা ছু'রিসহ হাতে'নাতে আ'টক করে পুলিশ।
তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান নেত্রকোনার (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন। এ ব্যাপারে মোর্শেদা খাতুন বলেন, রবিউলকে হাতে'নাতে ছু'রিসহ আ'টক করা হয়েছে। প্রেম সং'ক্রা'ন্ত কারণে বন্ধুর বুকে ছু'রি মে'রেছে রবিউল। তাকে জিজ্ঞা'সাবা'দ করা হচ্ছে।
আ'টকের সময় রবিউল আলম বিজয় বলেন, আমরা দুইজন বন্ধু। দুই বছর আগে এক মেয়ের মোবাইল নম্বর আমাকে দিয়েছিল আজাহারুল। ওই মোবাইল নম্বরের সূ'ত্র ধ'রে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার। দীর্ঘদিন ওই মেয়ের জন্য অনেক অর্থ ও সময় ন'ষ্ট হয়েছে। পরে জানতে পারলাম মেয়েটি আমার চাচাতো বোন। পূর্ব পরিক'ল্পনা করে আমাকে চাচাতো বোনের ফোন নম্বর দিয়েছিল আজাহারুল। তাদের দুইজনের যো'গসা'জশে আমার অর্থ ও জীবন ন'ষ্ট হয়ে গেছে। এজন্য আজ বন্ধুকে ছু'রিকাঘা'ত করেছি।