সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০১:৪২:৩৮

ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ছাত্রলীগের রামদা মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ছাত্রলীগের রামদা মিছিল

নেত্রকোনা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। রবিবার বেলা ১২টার দিকে পৌর শহরে ছাত্রদলের বিবাদমান দুইটি গ্রুপ এ কর্মসূচি পালন করে। পরে এর প্রতিবাদে দুপুর দেড়টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে রামদা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের ডাকা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১২টার দিকে উপজেলা ছাত্রদল নেতা এম এ মতিন রুমেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পৌর শহরের সাউদপাড়ার মোড় থেকে এবং একই সময়ে ছাত্রদলের অপর গ্রুপের নেতা আতাউল হক মিন্টুর নেতৃত্বে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে আলাদাভাবে বিক্ষোভ মিছিল বের করে।

এরপরে ছাত্রদলের পৃথক দুইটি মিছিলই শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রদল নেতা এম এ মতিন রুমান গ্রুপের নেতাকর্মীরা শহরের খাদ্য গুদাম সংলগ্ন মোড়ে এবং ছাত্রদল নেতা আতাউল হক মিন্টু গ্রুপের নেতাকর্মীরা উপজেলা পরিষদ সংলগ্ন রিপোর্টার্স ক্লাবের সামনে আলাদা প্রতিবাদ সমাবেশ করেন।

অপরদিকে ছাত্রদলের দুই গ্রুপের প্রতিবাদ সমাবেশ শেষ হওয়ার পরপরই তাদের এসব কর্মসূচির প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের ৭০-৮০ জন নেতাকর্মী  দুপুর দেড়টার দিকে শহরে এক রামদা মিছিল বের করেন। পরে তারা শহরের চাউল মহালে এক প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভপতি কামরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ভূইয়া জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ভূঞা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবির আহম্মেদ খান রুজেল, উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ।

এ ব্যাপারে স্থানীয় ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ রামদা নিয়ে মিছিলের কথা অস্বীকার করে বলেন, আমরা ছাত্রদলের অশান্তি সৃষ্টির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করেছি।
০১ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে