মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০১৭, ১০:৪১:৪১

জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী! তবুও এইচএসসি পরীক্ষা দিচ্ছে জুবাইদুল

জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী! তবুও এইচএসসি পরীক্ষা দিচ্ছে জুবাইদুল

পাবনা থেকে: পাবনার ঈশ্বরদী সরকারি কেন্দ্রের একজন ছাত্র, সে জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী তবুও এইচএসসি পরীক্ষা দিচ্ছে জুবাইদুল ইসলাম। তার রোল নং-৩৩২১৫১।

জুবাইদুল ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বাবা শহিদুল ইসলাম জানান, জন্ম থেকেই জুবাইদুল দৃষ্টি প্রতিবন্ধী। অনেক চিকিৎসার পর এখন সে অস্পষ্টভাবে দেখতে পায়। এ অবস্থাতেই সে জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

জুবাইদুল দাশুড়িয়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্র। সে এসএসসিতে জিপিএ-৩.৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। নিয়মিত ক্লাস এবং লেখাপড়া করে সে স্ক্রিপ্ট রাইটার না নিয়ে নিজেই প্রশ্ন দেখছে এবং উত্তর লিখছে।

ঈশ্বরদী সরকারি কলেজ কেন্দ্রের অফিসার ইনচার্জ অধ্যাপক শেখ আনোয়ার জানান, সমাজসেবা বিভাগের স্বীকৃতি নিয়ে বোর্ডের অনুমতিক্রমে সে পরীক্ষায় অংশ নিয়েছে। যেহেতু তার কোনো রিডার বা স্ক্রিপ্ট রাইটার নেই, এজন্য বোর্ড কর্তৃপক্ষ তাকে ৩০ মিনিট সময় বেশি নির্ধারণ করে দিয়েছে।

কলেজের শিক্ষকরা আশা করছেন, জুবাইদুল এইচএসসিতে ভালো ফল করবে।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে