বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ১০:০৯:০৫

বৃষ্টিতে ভিজলেন মন্ত্রী, দেহরক্ষীকে বললেন 'ছাতার দরকার নেই'

বৃষ্টিতে ভিজলেন মন্ত্রী, দেহরক্ষীকে বললেন 'ছাতার দরকার নেই'

পাবনা থেকে : ঘড়ির কাটায় তখন বেলা ২টা! বৃহস্পতিবার পাবনা-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ খোলা মাঠে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। ঠিক তখনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কনকনে বাতাস বইছে।

বৃষ্টি শুরু হতেই নেতা-কর্মীরা চারিদিকে ছোটাছুটি শুরু করলেন। এ সময় ছাতা নিয়ে দৌড়ে আসলেন ভূমিমন্ত্রীর দেহরক্ষী। বিষয়টি লক্ষ্য করলেন মন্ত্রী। ছাতা নিয়ে ছুটে আসা দেহরক্ষীকে ভূমিমন্ত্রী বললেন, ‘ছাতার দরকার নেই। অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না। আর হেমন্তের শেষ বৃষ্টিতে ভেজার মজাই আলাদা।’

মন্ত্রীর মুখে এমন কথা শুনে দেহরক্ষী মন্ত্রীর মাথার ওপর থেকে ছাতা সরিয়ে নিলেন। ইচ্ছে করেই ঝুম বৃষ্টিতে ভিজলেন ভূমিমন্ত্রী। ৭৫ বছরের প্রবীণ এই রাজনীতিবিদ অনুষ্ঠানে আসা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, হেমন্তের শেষ বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। এভাবে বৃষ্টিতে ভিজে দীর্ঘ ১৫ মিনিট বক্তব্য রাখলেন ভূমিমন্ত্রী।

বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী উপজেলার কাচারিপাড়ায় পৌর ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব শাহীন, উপজেলা কমিশনার (ভূমি) শাহীন আক্তার, ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবীর অবশ্য ছাতার নিচে আশ্রয় নেন। জাগো নিউজ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে