ঈশ্বরদী (পাবনা): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত প্রশিক্ষণার্থী পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপুর বাড়ি পাবনার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জগনাথপুর গোরস্তানপাড়ায় শোক বিরাজ করছে।
দিপু ওই এলাকার মৃত আফজাল হোসেন বিশ্বাসের ছেলে।
আজ শুক্রবার রাত ৮টার দিকে দিপুর গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, পুরো গ্রামজুড়ে শোক মানুষের মধ্যে শোক চলছে। এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা দিপুর মেধা ও দক্ষতার প্রশংসা করে দীর্ঘশ্বাস ফেলছেন। দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে তার পরিবারের লোকজন ঢাকায় রওনা দেন। ফলে পুরো বাড়ি ফাঁকা।
দিপুর পারিবারিক সূত্র জানায়, চাকরির সুবাদে দিপু প্রায় ১০ বছর আগে ঢাকায় বসবাস শুরু করেন। দিপুর জন্ম ও বেড়ে ওঠা ঈশ্বরদীতে। তাঁর আরো দুই বোন রয়েছে। দিপু বিয়ে করেছেন পাবনা জেলায়। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।
ছলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, দিপু খুবই মেধাবি ছিলেন। তাঁকে নিয়ে এলাকাবাসী গর্ব করতেন। তাঁর অকাল মৃত্যুতে গ্রামের মানুষ শোকাহত।