মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯, ০১:২৭:৩৪

মানসিক রোগী এই তরুণীর পরিচয় ও স্বজনদের খুঁজছে পুলিশ

মানসিক রোগী এই তরুণীর পরিচয় ও স্বজনদের খুঁজছে পুলিশ

পাবনা থেকে : পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর সৎসঙ্গ আশ্রমে মানসিক রোগী এক তরুণীকে রেখে পালিয়ে গেছে তার মা। এতে বিপাকে পড়েছেন আশ্রম কর্তৃপক্ষ।

এই মানসিক রোগী তরুণী নিজে থেকে কোনো কথা বলছেন না। আবার প্রশ্ন করলেও কোনো উত্তর দিচ্ছেন না। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে আশ্রম কর্তৃপক্ষ।

আশ্রম কর্তৃপক্ষ এবং পুলিশ সূত্রে জানা যায়, সারাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মানসিক রোগী চিকিৎসার জন্য পাবনার হেমায়েতপুরে মানসিক হাসপাতালে আসেন। 

যারা হাসপাতালে ভর্তি হতে পারেন না কিংবা অসময়ে আসেন তাদের জন্য দীর্ঘদিন ধরে বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করে আসছে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ।

গত ১২ জুন এক তরুণী মানসিক রোগীকে নিয়ে আশ্রমে আশ্রয় নেন তার মা। এক পর্যায়ে সুযোগ বুঝে মেয়েকে ফেলে রেখে তার মা পালিয়ে যায়।

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণমাধ্যমকে জানান, আশ্রমে আশ্রয় গ্রহণের পরপরই তার মা অন্য রোগীর স্বজনদের কিছু সময়ের জন্য তাকে দেখে রাখার কথা বলে পালিয়ে যায়। 

এ কারণে তার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। বিভিন্নভাবে চেষ্টা করেও তার নাম-ঠিকানা সংগ্রহ করা যায়নি। এ ব্যাপারে তিনি সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতা কামনা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক সাংবাদিকদের বলেন, মেয়েটির ছবি বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। স্বজনদের পাওয়া গেলে তাদের কাছে মেয়েটিকে তুলে দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে