ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে লালন শাহ সেতুর টোল প্লাজার কাছে চ'লন্ত বাস থেকে ফে'লে দিয়ে মো. সুমন হোসেন (৩৪) নামে যাত্রীকে হ'ত্যার অ'ভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহ'ত সুমন হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশীর ঝাউতলা এলাকার মজিবুর রহমানের ছেলে।
নিহ'তের পরিবার জানায়, সুমন মেহেরপুর থেকে সনি পরিবহনের বাসে ঈশ্বরদীতে আসছিলেন। বাসের মধ্যে ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে সুমনের প্রচ'ণ্ড বা'গবিত'ণ্ডা হয়। পথে সুমন বাস থেকে নেমে যেতে চাইলেও চালকের সহকারীরা তাকে নামতে দেইনি এবং বাসের মধ্যে তাকে মা'রধ'র করে বলে সুমন মোবাইলে বাড়িতে জানান। রাত ৯টার দিকে বাসটি লালন শাহ সেতু পার হয়ে টোল প্লাজার কাছে এসে গতি কিছুটা কমিয়ে দেয়। এ সময় বাসের কন্ডাক্টর জো'রপূর্ব'ক চ'লন্ত বাস থেকে সুমনকে পেছন থেকে ধা'ক্কা দিয়ে ফেলে দিলে সুমন ওই বাসের নিচেই চা'পা পড়েন।
নিহ'ত সুমনের চাচাতো ভাই লিটন জানান, সুমনকে উ'দ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আ'শঙ্কা'জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রাত সাড়ে ১১টায় সুমনের মৃ'ত্যু হয়।
পাকশী হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলের পাশের ভবনের সিসি টিভির ফুটেজ দেখে বাসটি শনাক্ত করা গেছে। বাসটিসহ অভি'যুক্তদের ধ'রতে আইনশৃঙ্খখলা বাহিনী মাঠে নেমেছে।