শনিবার, ২৩ মে, ২০২০, ১১:১৯:০১

ঈদ করতে বাড়িতে যাওয়া দম্পতির করোনা শনা'ক্ত, আত'ঙ্কে এলাকাবাসী

ঈদ করতে বাড়িতে যাওয়া দম্পতির করোনা শনা'ক্ত, আত'ঙ্কে এলাকাবাসী

পাবনা: নারায়ণগঞ্জ থেকে পাবনায় ঈদ করতে আসা এক দম্পতির করোনা শনা'ক্ত হওয়ায় ওই এলাকা লকডাউন করেছে প্রশাসন। জেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর (যদুপুর) গ্রামে ওই দম্পতির করোনা শনা'ক্ত করা হয়। শনিবার (২৩ মে) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাবনায় নতুন করে ছয় জনসহ করোনাভাইরাসে আক্রা'ন্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। এর মধ্যে সদর উপজেলায় একজন, ঈশ্বরদীতে একজন, ফরিদপুরে একজন, ভা'ঙ্গুড়ায় একজন ও সুজানগরে দুজন রয়েছেন। আক্রা'ন্তদের সবার বয়স ৩০ থেকে ৩৮-এর মধ্যে।

সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, শ্যামসুন্দরপুর (যদুপুর) গ্রামে আব্দুল আলীম ও তার স্ত্রী ঝরনা খাতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ১০-১২ দিন আগে ঈদ করতে তারা নারায়ণগঞ্জ থেকে ঝরনার বাবার বাড়ি এসেছে।সন্দেহবশত তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রিপোর্ট পাওয়া যায় তারা দুজনই করোনা আক্রা'ন্ত।

তিনি আরও জানান, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক পাঠিয়ে করোনা ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে আত'ঙ্কে আছেন মাসুমদিয়া ইউনিয়নবাসী। কারণ, আক্রা'ন্ত দুজনই এলাকায় আসার পর হাট-বাজার, দোকানপাট সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে