পাবনা: পারিবারিক কলহের জের ধরে ভাইয়ের ঘরে আগুন দিয়েছেন শামীম নামের এক যুবক। এতে তার ভাবি ইসমত আরা দগ্ধ হয়েছেন। পুড়ে মারা গেছে ঘরে থাকা তিনটি ছাগল।
শুক্রবার (১২ মার্চ) রাতে পাবনার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শামীম এর আগে তার বাবা নবীর উদ্দিন খাঁনকে মেরে হাত ভেঙে দিয়েছিলেন। দগ্ধ ইসমত আরা ওই গ্রামের শাহীনের স্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন ইসমত আরা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত আটটার দিকে শামীম তাদের ঘরে আগুন দেন। এ সময় তিনি ঘরের বাইরে ছিলেন। তার দুই বছরের শিশু ছেলে ঘরে ঘুমাচ্ছিল। আগুন দেখে তিনি চিৎকার করে তার ছেলেকে ঘর থেকে বের করতে যান।এ সময় ছেলেকে বাঁচাতে পারলেও তার কাপড়ে আগুন লেগে যায়। এতে তার হাত, মুখ, ঘাড় আগুনে দগ্ধ হয়। ইসমত আরা আরও জানান, এই আগুনে তার পোষা তিনটি ছাগল পুড়ে মারা গেছে।
অভিযুক্ত শামীমের বাবা নবীর উদ্দিন খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শামীম তার অবাধ্য ছেলে। কিছুদিন আগে শামীর ও তার তাকে মেরে হাত ভেঙে দিয়েছিল। বখে যাওয়া ছেলে শামীমের বিচার দাবি করেন এই বৃদ্ধ। এ ঘটনায় ইসমত আরার স্বামী শাহিন বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ আহমেদ সিদ্দিকুল ইসলাম বলেন, শনিবার (১৩ মার্চ) ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।