‘বাবা-মা ক্ষ'মা কোরো। গুড বাই’- এমন চি'রকু'ট লিখে রেখে তাহমিদুর রহমান জামিল (২২) নামে এক তরুণ আ'ত্মহ'ত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে পাবনা শহরের একটি ছাত্রাবাস থেকে গ'লা'য় ফাঁ'স দেওয়া অবস্থায় তার মৃ'তদে'হ উ'দ্ধা'র করে পুলিশ।
তাহমিদুর রহমান জামিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার বজলার রহমানের ছেলে। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার সাফল্য ছাত্রাবাসে থাকতেন তাহমিদুর রহমান জামিল। পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে কিছুদিন ধ'রে মা'নসি'ক অ'স্থি'র'তায় ভু'গছি'লেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর তার সা'ড়া-শ'ব্দ পা'ননি সহপাঠীরা। পরে কক্ষের দরজা খু'লে তাকে ফ্যা'নের হু'কের সঙ্গে ব্যা'গের বে'ল্ট গ'লা'য় পেঁ'চা'নো অবস্থায় ঝু'ল'তে দেখে থানায় খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে তার ঝু'ল'ন্ত ম'র'দে'হ উ'দ্ধা'র করে।
তিনি আরো বলেন, তার কক্ষ থেকে একটি সু'ই'সা'ই'ড নো'টও উ'দ্ধা'র করা হয়েছে। সেখানে ‘বাবা-মা ক্ষ'মা কোরো, গুড বাই’- এ রকম কিছু কথা লিখে গেছেন ওই শিক্ষার্থী।