সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ০৬:২৬:৪৬

যুবলীগকর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

 যুবলীগকর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

এমটিনিউজ২৪ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক (৩৪) নামের এক যুবলীগকর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রূপপুর পাকার মোড়স্থ ইউসুফ পাটোয়ারীর গলিতে নিহত যুবলীগকর্মীর বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। 

নিহত মানিক ওই এলাকার মো. ইউনুচ সরদার ওরফে ইউনুচ লন্ড্রির ছেলে। সে পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের সঙ্গে রাজনীতি করতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পাকশী ইউনিয়ন যুবলীগকর্মী সৌরভ হাসান টুনটুনির বাঁ হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা ও টুনটুনির ছোট ভাই তানভির হাসান মনা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন মানিক। হাত কাটার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক ৭-৮ দিন আগে জামিনে ছাড়া পেয়ে গত রবিবার রাতে নিজ বাড়ি রূপপুরে আসেন। সোমবার সকালে নিজ বাড়ির পেছনে তাকে গুলি করে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই ওয়ালিফ হোসেন মানিককে হত্যা করা হয়েছে।

তারপরও হত্যার কারণ জানতে সন্দিগ্ধদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত হত্যায় জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে