সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩০:৩২

অস্তিত্ব টিকিয়ে রাখতেই ইউপি নির্বাচনে বিএনপি : নাসিম

অস্তিত্ব টিকিয়ে রাখতেই ইউপি নির্বাচনে বিএনপি : নাসিম

পাবনা : বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতেই দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে দলটি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার বিকেলে পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, যেভাবে দেশ এগিয়ে চলছে তাতে আগামী ২০১৯ সালের নির্বাচনেও মানুষ নৌকাকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন।
 আগামী ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।

নাসিম বলেন, বিএনপি ও জামায়াতের জ্বালাও-পোড়াও রাজনীতি এদেশের মানুষ প্রত্যখ্যান করেছেন।  মানুষ শেখ হাসিনার শাসনামলে পেয়েছে উন্নয়ন। গ্রামগঞ্জে এখন মানুষ শান্তিতে বসবাস করছে।  ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। প্রায় ২৬ হাজার কমিউনিটি হাসপাতাল চালু করা হয়েছে।  স্বাস্থ্যসেবা এখন সাধারণ মানুষের দোড়গড়ায়।  তাই মানুষ আর কোনো হত্যা-খুন চায় না।
 
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, আওয়ামী লীগ নেতা আবব্দুল হামিদ মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পাবনা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র প্রার্থী রকিব হাসান টিপু প্রমুখ নেতৃবৃন্দ।
 ২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে