এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে গর্ভধারিণী মাকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে, পুত্রবধূসহ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সাঁথিয়া থানার পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল অভিযুক্তদের তাদের নিজ বাড়ি থেকে আটক করে। মারধরের শিকার ওই বৃদ্ধা মায়ের আরেক ছেলে ফজলুল হক বাদী হয়ে সাঁথিয়া থানায় মোট ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন- সোনলী খাতুন (৩৫), নজরুল ইসলাম, মো. টিপু, মো. মিনার হোসেন এবং মুর্শিদা খাতুন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে পুত্রবধূ সোনালী খাতুন তার শাশুড়ি, ৭৫ বছর বয়সী কাঞ্চন খাতুনকে মাটিতে ফেলে মারধর করছেন। এরপর দ্বিতীয় দফায় তার ছেলে নজরুল ইসলাম বৃদ্ধা মাকে গলা টিপে ধরেন। এক পর্যায়ে তিনি মাকে শূন্যে তুলে ধরে সজোরে মাটিতে ফেলে দেন। এ সময় বৃদ্ধা মা প্রচণ্ড চিৎকার করে কাঁদছিলেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তীব্র সমালোচনার ঝড় ওঠে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা সম্ভব হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।