সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৪:২৬

সংঘর্ষ ও গোলাগুলি, বিএনপির কার্যালয়ে আগুন!

সংঘর্ষ ও গোলাগুলি, বিএনপির কার্যালয়ে আগুন!

এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বেড়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের বৃশালিখা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেড়ার হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট আগে আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ন্ত্রণে ছিল। ৫ আগস্টের পর তারা স্থানীয় বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে ঘাটের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে বিএনপির আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যেই গোলাগুলি হয় এবং বেশ কয়েকজন আহত হন।

ঘটনার পর এলাকা থমথমে হয়ে পড়ে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ ঘটনা ঘটেছে। চাঁদাবাজি কারা করছে, সে বিষয়ে তিনি খোঁজখবর নিতে চাননি।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, বিএনপি ও আওয়ামী লীগ—উভয় পক্ষেরই উপস্থিতিতে ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনাও ঘটেছে। সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে