এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে এক কোটি ৩০ লাখ টাকাসহ নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ।
খোজ খবর নিয়ে জানা গেছে গত রোববার (৫ অক্টোবর) দুপুরে ম্যানেজার খালেদ সাইফুল্লাহ আনসার সদস্য মাহবুব আলমকে সাথে নিয়ে একটি প্রাইভেট কার যোগে ঈশ্বরদীর জনতা ব্যাংকের কর্পোরেট শাখা থেকে এক কোটি টাকা এবং জনতা ব্যাংক দাশুড়িয়া বাজার শাখা থেকে ত্রিশ লক্ষ টাকা উত্তোলন করেন।
পরে তিনি ঈশ্বরদীতে গিয়ে আনসার সদস্যকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যান।দীর্ঘ সময় পার হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ ও কোনো খোঁজ না পাওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য মাহবুব জানান, ব্যাংক থেকে টাকা তুলে ঈশ্বরদী ব্রাক ব্যাংকের সামনে এসে তিনি আমাকে প্রাইভেট কার থেকে নামিয়ে দেন। আমি তার কথা মতো গাড়ি থেকে নেমে পড়ি। তিনি এরপর গাড়ি নিয়ে চলে যান।
এ ঘটনায় জনতা ব্যাংক পিএলসি ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রনব কুমার জানান, জনতা ব্যাংক কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন,ঘটনার প্রাথমিক তথ্য বিশ্লেষণে ধারণা করা হচ্ছে ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুল্লাহ নিজ ইচ্ছায় কাজটি করেছেন, আমরা দুদককে বিষয়টি অবগত করেছি তারা তদন্ত করে ব্যবস্থা নিবে।
বর্তমানে গ্রাহকরা চরম আতঙ্ক নিয়ে ব্যাংকের সামনে ভীর করছেন, নিখোঁজ ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুল্লাহ (৪৫) ঈশ্বরদী পৌর এলাকার আব্দুল গফুর শেখের ছেলে।