বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৬:৩০:৫৮

প্রচণ্ড গরমে প্রাণ গেল দুজনের, অসুস্থ ৪০ শিক্ষার্থী

প্রচণ্ড গরমে প্রাণ গেল দুজনের, অসুস্থ ৪০ শিক্ষার্থী

পাবনা : পাবনার বেড়ায় প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে রইচ মোল্লা (৬৫) ও ভবেশ ঘোষ (৫৫) নামে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  রইচ মোল্লা বেড়া পৌর শহরের বৃশালিখা মহল্লার বাসিন্দা ও বেড়া মৎস্য সমবায় সমিতির সভাপতি ছিলেন।  নতুন ভারেঙ্গা গ্রামের বাসিন্দা ভবেশ ঘোষ রাকসা বাজারের ব্যবসায়ী ছিলেন।

প্রচণ্ড গরমে গত দুইদিনে উপজেলার দুটি প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে প্রচণ্ড গরমে রইচ মোল্লা অসুস্থ হয়ে পড়লে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  পরে তার অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে মারা যান।

এদিকে উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের ভবেশ ঘোষ বুধবার বেলা ১১টার দিকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন।  পরে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার বেড়া উপজেলার ভারেঙ্গা একাডেমির ১০ ছাত্রী গরমে অসুস্থ পড়ে।  প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে বেড়ার আলহেরা স্কুল অ্যান্ড কলেজের ৩০ ছাত্রী মঙ্গলবার অসুস্থ হয়ে পড়ে।

আলহেরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকসুদ আলম চৌধুরী জানান, বেলা ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরম অনুভব করে।  এসময় বন্যা (১৪) নামের এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাকে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি জানান, এর পরই মরিয়ম (১৬) প্রভা শ্যামলিমা (১৩), মেহেরনিগার (১৫), কানিজ জাহানসহ (১২) প্রায় ৩০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।  তাদেরও বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাপস কুমার পাল বলেন, প্রচণ্ড গরম ও তাপদাহে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়। আবার একজনের অসুস্থতায় অন্যরাও আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে।
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে