পাবনা : শ্বশুর বাড়ির লোকজনের মারপিটে মৃত্যু হলো জামাই। নিহতের নাম বাচ্চু সরদার (৩০)। পাবনা সদর উপজেলার নলদা গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত আটটার দিকে বাচ্চুর মৃত্যু হয়। তিনি উপজেলার ভাড়ারা কালুপাড়া গ্রামের জালাল সরদারের ছেলে।
প্রায় দুই বছর আগে নলদা গ্রামের হাসি খাতুনের সাথে বিয়ে হয় বাচ্চু সরদারের। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। গত ৬ মাস ধরে স্ত্রী হাসি খাতুন ও শ্বশুড় বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহ দেখা দেয় তার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, এই কলহের জের ধরে বৃহস্পতিবার বিকেলে মীমাংসার কথা বাচ্চু সরদারকে নলদা গ্রামে ডেকে নেয় হাসি খাতুন ও তার স্বজনরা। এরপর বাচ্চু সরদারকে তার শ্বশুড় বাড়ির লোকজন মারপিট করে বাড়ির পাশে বড়ই বাগানে ফেলে রাখে।
খবর পেয়ে বাচ্চু সরদারের স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ৮টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
ওসি হাসান আরও জানান, পারিবারিক কলহের কারণে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস