পাবনা : কথায় আছে, রাখে আল্লাহ, মারে কে? সবকিছুই তার হাতে। তার লিলা-খেলা বুঝা দায়। তিনিই ভালো জানেন, কার কখন মৃত্যু হবে। এমন এক ঘটনা ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামে।
কবরস্থ করার সব প্রস্তুতি সম্পন্ন। খনন করা হয় কবর। কাফনের কাপড়ও কেনা হয়। মাইকে প্রচার করা হলো, সোমবার বিকেলে নামাজে জানাজা। এমন সময় হঠাৎ মৃত ব্যক্তি জেগে উঠলেন।
এমন ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের মৃত বেলাল হোসেনের জ্যেষ্ঠ পুত্র গোলাম মোস্তফা (৬২) শুক্রবার স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
সোমবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুষ্ঠানিকতা শেষে মৃতের স্বজনরা মাইক্রোবাসে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
সব প্রস্তুতি সম্পন্ন করে এলাকার লোকজন যখন লাশ দাফনের অপেক্ষা করছিলেন ঠিক তখন খবর এলো, মৃত ব্যক্তিটি জেগে উঠেছেন। এ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়।
বিকেল পাঁচটা পর্যন্ত জানা গেছে, গোলাম মোস্তফা রাজশাহী মেডিক্যালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
গোলাম মোস্তফার ছোট ভাই শহিদুল ইসলাম মাস্টার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
৩১ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর