পাবনা : স্কুলে কথিত ভূতের ভয়ে বেশকিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পাবনার একটি প্রাথমিক বিদ্যালয়ে। অসুস্থ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা গেছে।
ফলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো থেকে বিরত রয়েছেন। ভূত থেকে রক্ষা পেতে দুটি খাসি জবাই, শিরনী বিতরণ ও মিলাদ মাহফিল করেছে স্কুল কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা জানায়, স্কুলের একটি টয়লেট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। গত বৃহস্পতিবার সেটি ছাত্রীদের জন্য খুলে দেয়া হয়। টয়লেট ব্যবহার করতে গিয়ে সেখানে কখনো পুতুল, আবার কখনো রহস্যজনক হাসি শুনতে পায় ছাত্রীরা।
এ ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ১৭ ছাত্রী। অসুস্থদের মধ্যে ৫ম শ্রেণীর ছাত্রী খাতুন (১১), আঁখি খাতুন (১১), আরজিনা (১০), মূর্শিদা খাতুন (১০), স্বর্ণা খাতুনকে (১০) চাটমোহর স্বাস্থ্য কম্প্রেক্সে ভর্তি করা হয়।
এদের মধ্যে রুমি বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে মারা যায়। রুমি বরদানগর এলাকার মরহুম সোলেমান হোসেনের মেয়ে।
এলাকাবাসী জানান, অসুস্থ শিক্ষার্থীরা ভয়ে তাদের মাথার চুল টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, খুব আতঙ্কের মধ্যে আছি। কী কারণে তারা অসুস্থ হচ্ছে বুঝে উঠতে পারছি না। ডাক্তার বলছেন, তেমন কিছু না। চিকিৎসার পর ঠিক হয়ে যাবে। এ ঘটনায় এক মেয়ে মারাও গেল। ভূত আতঙ্কে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে।
তিনি জানান, এলাকার এক কবিরাজের কাছে ৫ম শ্রেণীর ছাত্রী আল্পনা এ ঘটনা জানালে তিনি একটি খাসি জবাই করে মিলাদ মাহফিলের আয়োজন করতে বলেন। তার কথার ওপর বিশ্বাস রেখে এলাকার মানুষের কাছ থেকে টাকা তুলে শনিবার মিলাদের আয়োজন করি।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরা রহমান সাংবাদিকদের জানান, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। কি কারণে শিক্ষার্থীরা অসুস্থ হলো পর্যবেক্ষণ না করে কিছু বলা যাবে না।
১৭ মে,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর