বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৬:০৩:১১

নাহিদা ইউছুফ-এর লেখা কবিতা ‘নারী সফল’

নাহিদা ইউছুফ-এর লেখা কবিতা ‘নারী সফল’

নারী সফল
========

নারী সফল, নারী বিজয়ী, নারী স্বাবলম্বী।
তবে পুরুষরা কেন ভাবে তাদের ভোগের সামগ্রী?

একাত্তরের মুক্তিযুদ্ধে নারীও রয়েছে অনেক অবদান।
ইজ্জত দিয়ে তারা ছিনিয়ে এনেছে বাংলা ভাষারও প্রাণ।

জীবন মরণ যুদ্ধ করে লড়েছে দেশের জন্য।
সেই দেশের জাতি দ্বারা নারীরা কেন লাঞ্চিত?

নিজের জীবন বাজি রেখে যে দেশ করেছে জয়।
সেই দেশে তাদের সম্মান নিয়ে বাঁচা বড় দায়।

সফলতার সকল ক্ষেএে রয়েছে নারীর অবদান।
পুরুষের কাছে তবু নারীরা কেন ক্ষুদ্র একটি প্রাণ?

নারী তোমরা প্রতিবাদ কর, তোমরা তো ক্ষুদ্র নও।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াও, নিজের অধিকার ছিনিয়ে নাও।

লিখেছেন: নাহিদা ইউছুফ

ইতিহাস বিভাগ, অর্নাস দ্বিতীয় বর্ষ, ভোলা সরকারি কলেজ, ভোলা
১০ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে