ষড়যন্ত্র আজব যন্ত্র !
নষ্ট মস্তকের নষ্ট মন্ত্র
যার নাম ষড়যন্ত্র !
লোকের লজ্জা বড় আজ
বিধাতার অনুশাসন পরিত্যাজ্য !
বিশ্বাসের ঘরে ইঁদুরের বসবাস
কথায় ,লেবাজেই সাধু ,
অন্তরে ষড়যন্ত্রের কারুকার্য !
জীবন সঙ্গীনি একই চাদরে
চাঁদের আলোয় গড়ে মধু চন্দ্রিমা
চোখে আড়ালে মনের দুয়ারে
পুষে রাখে অবৈধ স্বপ্ন ভাবনা !
পেছন থেকে গুলি করে কাপুরুষ।
মিথ্যের উপর সত্য প্রতিষ্টিত হয় না.
সত্য চিরকাল সত্য !
দুঃখ একটাই
মিথ্যার আশ্রয়ে চলতে হয় !
জীবন কেন যে কণ্টকময় !
আপোষ, আপোষ করেই চলতে হয় !
প্রতিবাদ কাগজ আর কলমে, ভাষণে
বিকলাঙ্গ রয়ে যায় !
চারদিকে শধুই মিথ্যা, প্রতারণা
শঠতা, কপটতা, ছদ্মবেশি, মিথ্যার জয়
যুগে যুগে হয় সত্যের পরাজয়
সত্য মিথ্যার আড়ালে ঢেকে যায় !
মিথ্যা প্রশ্রয় পায় ,
সত্য গুলি দম বন্ধ হয়ে
জ্বলে তুষের অনলে ।
সরলতার সুযোগ নিয়ে
কাউকে বিব্রত করা
কাউকে সম্পর্কের দাবী দিয়ে ,
ভালোবাসার দুর্বলতায় কষ্ট দেয়া
মানুষের কাজ, পশুর নয় !
বলতেই হয়, সত্য চিরকাল সত্য
বিশ্বাস নাকি মিথ্যের প্রলাপ !
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস