শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৭:২৬:৪৫

আমরা তো নেই আর আমাদের

আমরা তো নেই আর আমাদের

আমরা তো নেই আর আমাদের
বিভাজিত হয়ে গেছি ,জল আর পানিতে
নাইতে ,লাইতে , গোসল আর স্নানে
আমরা ভাগ হয়ে আছি ,উলু ধ্বনি আযানে !!!!!!
ভগবান আর আল্লায় , পরমেশ্বর যীশুতে
ফিতা টুপি পৈতায় ,নেই মিল কিছুতে !!!!!!
সব মিলে বাঙ্গালি , ভুগছি জ্বর ছানিতে
আমরা খন্ডিত আজ , জল আর পানিতে
ধর্মের ভাজকে আর ,জাতির বিভাজ্যে
ধর্মরাজা ভাগফল , রাম রহিম রাজ্যে
জল কাফের হলো ,পানি অশুচি
দু ভাইয়ের অবশেষ , অভক্তি অরুচি ~~~~~~~~
ফুলে ফলে বলে গাছ জল পানি সারে
উপড়ে ফেলে তা সমূলে ধর্মের ষাড়ে !!!!!!!

লেখক : কবি আব্দুল মান্নান
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে