ওরে ও উদাসী পাখি
উদাস কেন তুই
মনের মাঝে গোপন করলি
অশ্রু সিক্ত তুই।
আপন ভাইবা যারে তুই
দিলি দিলে ঠাঁই
ধোকা দিয়া চইলা গেলো
ভাটির নৌকা বাই।
আদর সোহাগ কত করলি
দিলি নিজের মান
হৃদয় কাইটা দিয়া দিলি
রাখলি না পরান।
নিজে বুখা থাই কারে রে তুই
পেট পুরাই লি যার
চোখের মইধ্যে পট্টি দিয়া
রাখলো তোরে
মরার গাঙ্গের পাড় ।
আমি রইলাম তোরি
আসার আশে তুই রইলি কই
মনের মাঝে গোপন করলি
অশ্রু সিক্ত তুই
তুই গেলিরে মোর মন ভাঙ্গিয়া
আমি রইলাম কই
মনের মাঝে গোপন করলি
অশ্রু সিক্ত তুই ।
ওরে ও উদাসী পাখি
উদাস কেন তুই
মনের মাঝে গোপন করলি
অশ্রু সিক্ত তুই।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
২১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস